Post

Windows Update Blocker – উইন্ডোজ অটো আপডেট কন্ট্রোল করুন!




কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে।  আমরা সবাই Windows 10 এর আপডেট নিয়ে সমস্যায় পড়ি আজকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে এই সমস্যা থেকে থেকে চিরতরে মুক্তি পাবেন।


Windows 10 এর একটি ফিচার হচ্ছে এটি যখনই কোন আপডেট পাবে সাথে সাথে আপডেট হওয়া শুরু করে দেবে। অনেকের কাছে এই ফিচার সুবিধাজনক হলেও অনেকের কাছে এটা বিরক্তির কারণ।
এটা অফ করার কোন অপশনই নেই এর কন্ট্রোল প্যানেলে অথবা সেটিং এ। সার্ভিস অফ করার মাধ্যমে এটি অফ করা যায় সেক্ষেত্রে Service Manger এ গিয়ে নির্দিষ্ট সার্ভিস খুঁজে বের করতে হয় এবং সেটা অফ করতে হয় এবং দরকারের সময় আবার অন করতে হয় যা মোটামুটি কষ্টসাধ্য।

Windows Update Blocker কি?




Windows Update Blocker একটি ফ্রিওয়্যার যার মাধ্যমে সহজেই পুরোপুরি উইন্ডোজ আপডেট অফ করতে পারবেন এবং যেকোনো সময় তা অন করতে পারবেন সেটাও মাত্র একটি ক্লিকের মাধ্যমে। এটি একটি পোর্টেবল এপ যার মানে এর জন্য অতিরিক্ত ইন্সটলেশন প্রসেস ফলো করতে হবে না সাথে সাথে হার্ড ডিস্কে অতিরিক্ত ফাইল ও জমা হবে না।

Windows Update Blocker এর বিস্তারিত


Name : Windows Update Blocker
Supported operating systems: Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7, Windos Vista, Windows XP (32\64-bit)
Supported languages: English, Turkish, German, Hebrew, Slovenian, French, Russian, Portuguese, Italian, Polish, Spanish, Czech, Ukrainian, Dutch, Greek, Hungarian, Chinese Simplified, Chinese Traditional, Portuguese (brasil), Thai, Arabic, Korean, Vietnamese, Japanese, Indonesian, Persian, Swedish, Thai, Georgian, Danish (Dansk), Albanian, Azerbaijani
File Name: Wub.exe

Windows Update Blocker ডাউনলোড

ডাউনলোড Windows Update Blocker @ অফিসিয়াল ওয়েবসাইট

কিভাবে ব্যবহার করবেন?

ডাউনলোড করার পর ফাইলটি এক্সট্রাক্ট করুন এবং রান করুন। যদি অটোমেটিক আপডেট বন্ধ করতে চান তাহলে, Disable Service এ ক্লিক করুন এবং Protect service setings এ টিক দিয়ে  Apply Now করে দিন। ব্যাস কাজ শেষ।



কিভাবে অন্যান্য সার্ভিস ব্লক করবে

এর নতুন ভার্সনের মাধ্যমে আপনি আপডেট বন্ধ করার পাশাপাশি যেকোনো সার্ভিসও ব্লক করতে পারবেন। এর জন্য আপনাকে  wub.ini ফাইলটি এডিট করতে হবে। এবং wub.ini ফাইলের ভেতরে “dosvc=2, 4” এই লাইনের নিচে সার্ভিসের নামটি দিয়ে দিতে হবে।