Post

৫০ টাকায় ডিসের ২০০+ চেনেল দেখুন




জি হা। ডিস প্রেমি ভাইয়ারা। বা ইলেক্ট্রনিক্স এ আগ্রহি ভাইরা চাইলে একটু কাজ শিখে নিজের ডিস এর বিল কমিয়ে নিতে পারেন। তবে এর জন্য আপনার প্রাথমিক কিছু খরচ করতে হতে পারে। আর নতুন রা ও এই টিউন দেখতে পারেন। এবার কাজের কথায় একেবারে নতুন দের জন্য যা লাগবে।
১) একটি ২ ফিট ডিসের চাতা (১০০০ টাকা)বা কড়াই দিয়ে ও হবে
২) একটি hd রিসিভার(১০০০-১৫০০ টাকা)
৩)একটি lnb.(100 tk)
4) কিছু ক্যবল।
৬)একটি wifi dangle(300tk)
এখন আপনাকে ডিস এর চাতা ৯৫ ডিগ্রিতে সেট করে নিতে হবে। ইউটিউবে এসব ভিডিও পাবেন। না পারলে আমাকে ইমুতে কল দিতে পারেন। দেখিয়ে দিব। 01752450639
অথবা যারা ইন্ডিয়ান zing/dishtv রিসিভার ইউস করেন তাদের অনলি রিসিভার কিনা লাগবে।
এর পর আপনার dangle টা কানেক্ট করে রিসিভারে নেট কানেক্ট দিবেন। এবার মুল যে কাজটি করা লাগবে সেটি হলো সি লাইন কিনা লাগবে। ফেইসবুক এ অনেকে এ বিক্রি করে। চাইলে আমাকে কল করতে পারেন। ব্যস হয়ে গেলো এবার ১০০০ টাকার চেনেল ওপেন হবে ৫০ টাকায়। post এ অনেক কিছু লিখা সম্ভব হয় নি। কারো বুজতে অসুবিধা হলে টিউমেন্ট করে জানাতে পারেন। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।